বাংলাদেশের সর্বোচ্চ আদালত

ইন্টার্ন চিকিৎসকদের আচরণ বিধি নিয়ে রুল

ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত আচরণ সংক্রান্ত বিধিমালা কেন যথাযথ প্রয়োগ হচ্ছেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার (৯ এপ্রিল) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের মহা পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক সহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।