দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি ‘রকেট’

অবৈধ উপায়ে মানিলন্ডারিং ও টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রকেট। রকেট’র মূল প্রতিষ্ঠান ডাচ্ বাংলা ব্যাংকের এসএভিপি অ্যান্ড হেড অব এফআইডি সাইফুল আলম কবির দুদকে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের পক্ষে হাজিরায় অংশ নেন।

আজ রোববার (১৫ এপ্রিল) সকালে দুদক কার্যালয়ে এসে হাজিরা দেন রকেট’র মূল প্রতিষ্ঠান ডাচ্ বাংলা ব্যাংকের এসএভিপি অ্যান্ড হেড অব এফআইডি সাইফুল আলম কবির।

দুদক সূত্র জানায়, এসময় দুদকের চাহিদা মতো দলিল-দস্তাবেজ ও নথিপত্র কর্মকর্তাদের হাতে তুলে দেন সাইফুল আলম কবির।

এর আগে ৫ এপ্রিল রকেট’র বিরুদ্ধে নীতিমালা লংঘন করে ঘুষ লেনদেন, টাকা পাচার, মানি লন্ডারিং, ইয়াবাসহ মাদক ব্যবসার অর্থ লেনদেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করে (দুদক)।

৫ এপ্রিল (বৃহস্পতিবার) দুদকের অনুসন্ধান কর্মকর্তা মাহমুদ হাসান প্রতিষ্ঠানটির নামে জারি করা চিঠির মাধ্যমে এসব তথ্য চেয়ে পাঠান।

এর আগে ২০১৭ সালের ৪ অক্টোবর দুদক জানায়, রকেটের অসাধু এজেন্টদের কারণে অবৈধ ও সন্দেহজনক লেনদেন ক্রমাগত বেড়েই চলেছে।