আনসার বিদ্রোহ: খালাসপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহাল নিয়ে রায় ২ আগস্ট
বাংলাদেশের সর্বোচ্চ আদালত

অবকাশ শেষে রোববার খুলছে সুপ্রিম কোর্ট

 

সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশ শেষে আগামীকাল (৬ মে) রোববার থেকে খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কোর্ট খোলার দিন থেকে শুরু হবে আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম। সুপ্রিম কোর্ট খোলার পর থেকে আইনজীবী, মক্কেল এবং মামলার ভিকটিমদের পদচারণায় ফের মুখরিত হবে দেশের সর্বোচ্চ আদালত অঙ্গন।

এর আগে গত ১৫ এপ্রিল থেকে দেশের সর্বোচ্চ আদালতে অবকাশ শুরু হয়। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিস্পত্তির জন্য ছিল অবকাশকালীন বেঞ্চ।

অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগের জরুরী বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য ১১টি বেঞ্চ গঠন করা হয়েছিল। এরমধ্যে ৫টি একক, ৪টি দ্বৈত এবং ২টি বৃহত্তর বেঞ্চ। এছাড়া আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে দায়িত্ব দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।