আদালত (প্রতীকী ছবি)
আদালত (প্রতীকী ছবি)

দ্রুতবিচার আইনে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সাজা

 

মিরসরাই উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিনজনকে ২ বছরের সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

আজ সোমবার (০৭ মে) বিকেলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন-মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহিদ ইকবাল চৌধুরী, তার ভাই আসিফ ইকবাল চৌধুরী এবং ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য জিয়াউল হক সুমন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘২০১৭ সালে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় মিরসরাইয়ের এক চেয়ারম্যান ও মেম্বারসহ তিনজনকে ২ বছরের সাজা ও অনাদায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত আদেশ শেষে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দ্রুতবিচার আইনে ২০১৭ সালে দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর ১৪) তাদের এ সাজা দেওয়া হয়। এছাড়া আদালত আসামিদের অনাদায়ে দশ হাজার টাকা জরিমানা করেছে।