ঢাকার বেইলি রোডের বুমার্স ক্যাফে

বেইলি রোডের বুমার্স ক্যাফেকে লাখ টাকা জরিমানা

পুরনো খাবার সংরক্ষণ করে বিক্রির অভিযোগ এনে ঢাকার বেইলি রোডের বুমার্স ক্যাফেকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে (২৭ মে) ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত ওই খাবারের দোকানে অভিযান যায় ।

আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম মশিউর রহমান বলেন, “বুমার্স ক্যাফেতে ফ্রিজে বাসি ভাত পাওয়া গেছে। এছাড়াও রান্নায় ব্যবহারের জন্য তাদের পুরনো তেল সংরক্ষণ করা ছিল। এছাড়া ফ্রিজে পুরনো খামি ছিল।

“সার্বিক বিষয় আমলে নিয়ে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

মশিউর রহমান বলেন, ‘এর আগে আরও একবার অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তখন পরিস্থিতি আরও বেশি খারাপ ছিল। একবার জরিমানা করার পরও কেন সংশোধন হয়নি সেজন্য এবার ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

তবে ক্যাফেটি আগের চেয়ে ৯০ ভাগ বেশি সংশোধন হয়েছে বলেও জানান মশিউর রহমান।

তবে বুমার্স ক্যাফের ব্যবস্থাপক অমর বোস গণমাধ্যমকে বলেন, “কোনো খাবারই পুরনো ছিল না। এজন্য যারা অভিযান চালিয়েছেন, তারা সেই খাবারগুলো ফেলে না দিয়ে ফেরত দিয়েছেন।”

এই জরিমানা ‘অযৌক্তিকভাবে করা হয়েছে’ প্রতিষ্ঠানটির কর্মচারীরা অভিযোগ করেছেন।