বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতায় সন্তুষ্ট কমনওয়েলথ

বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব রোটারিয়ান প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতায় সন্তোষ প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার (৯ আগস্ট) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এই সন্তুষ্টির কথা জানান।

কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বের জন্য একটি মডেল হতে পারে। বিশ্বের অন্যান্য দেশগুলোরও বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতার বিষয়টি অনুসরণ করা উচিত।’

প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন,‘কমনওয়েলথ বাংলাদেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক গড়ে তুলতে চায়। কমনওয়েলথে অন্তর্ভুক্ত ৫৩টি দেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের একটি বিশেষ স্থান দখল করতে পারে।’

পরে দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কমনওয়েলথ মহাসচিবের সন্তুষ্টির বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন,‘বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতায় কমনওয়েলথ সন্তুষ্টি প্রকাশ করেছে। সংস্থাটির মহাসচিব এর ভূয়সী প্রশংসা করেছেন।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন,‘বিচারের বিষয়টি তদন্তাধীন। তা নিয়ে আমি কোনও কথা বলতে চাই না। তবে তদন্ত খুব অল্প সময়ের মধ্যেই শেষ হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী সরকার এর ব্যবস্থা নেবে।’