বিচারপতি এস কে সিনহা
বিচারপতি এস কে সিনহা

সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা লেনদেনে জালিয়াতি : দুদক

সাবেক প্রধান বিচারপতি সুরন্দ্র কুমার (এস কে) সিনহা ফারমার্স ব্যাংকের দুটি অ্যাকাউন্ট থেকে চার কোটি টাকা নিজের অ্যাকাউন্টে লেনদেনের ঘটনায় অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে সুনির্দিষ্ট কারও নাম না বললেও অনেকের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা কার্যালয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।

ইকবাল মাহমুদ বলেন, ‘ফারমার্স ব্যাংকের দুটি অ্যাকাউন্ট থেকে চার কোটি টাকা ঋণের ব্যাপারে আমরা তদন্ত করেছি। তদন্ত শেষ হয়ে গেছে। ঋণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। সেখানে অনেকেরই সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমরা সেগুলো বিচার বিশ্লেষণ করছি।’

এর সঙ্গে সিনহা জড়িত কি না-এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকুক আর যে-ই থাকুক, যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বা যাবে, তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নেব।