সৎ ভাইকে হত্যার দায়ে কক্সবাজারে একজনের যাবজ্জীবন
কারাদণ্ড (প্রতীকী ছবি)

মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সৎ মায়ের কারাদণ্ড

বরিশালে চতুর্থ শ্রেণির ছাত্রী মিমকে (১০) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সৎ মা মুনিয়া আক্তারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামি মুনিয়ার উপস্থিতিতে জেলার দ্বিতীয় যুগ্ম জজ আদালতের বিচারক শফিকুল ইসলাম সোমবার (২২ অক্টোবর) এ রায় ঘোষণা করেন।

মুনিয়া উজিরপুর উপজেলার নাথারকান্দি গ্রামের আব্দুল মালেক বেপারীর মেয়ে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, মিমের বাবা আল আমিন বালি জাহাজে চাকরি করতেন। মিমের বয়স যখন পাঁচ বছর তখন তার মা জোসনা আক্তার লিজার মৃত্যু হয়। পরে বালি মুনিয়াকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই মুনিয়া মিমকে মানষিক ও শারীরিক নির্যাতন করতেন। মিম চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় মুনিয়া তাকে গালিগালাজ ও মারধর করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে ২০১২ সালের ১৩ নভেম্বর মিম কীটনাশক পান করে আত্মহত্যা করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হলে ২০১৩ সালের ৩১ মার্চ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মুনিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী হাওলাদার।

মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।