বাংলাদেশ বার কাউন্সিল

আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচী

আইনজীবী হিসেবে এনরোলমেন্ট (তালিকাভুক্তি) এর জন্য মৌখিক পরীক্ষা বার কাউন্সিল ভবনে ১ নভেম্বর থেকে শুরু হবে। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে কেবল শনিবার সকাল দশটা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। এছাড়া অন্যান্য দিন পরীক্ষা শুরু হবে বিকেল সাড়ে চারটায়। তবে শুক্রবার বন্ধ থাকবে।

আইনজীবীদের তালিকাভুক্তি ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল বৃহস্পতিবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচী দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৪ অক্টোবরের লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা প্রবেশপত্র প্রদর্শন করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এদিকে লিখিত পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নসহ চার দফা দাবিতে বাংলাদেশ বার কাউন্সিলের সামনে অনশন করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষানবিশ আইনজীবীরা।

গত বছরের ২১ জুলাই এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২শ’ জন অংশ নিয়েছিলেন। পরদিন ২২ জুলাই দেওয়া ফলাফলে এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষায় মোট ১১ হাজার ৮শ’ ৪৬ জন উত্তীর্ণ হয়েছিলেন। পরে ১৪ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। চলতি বছরের ৪ জুন দেওয়া ফলে লিখিত পরীক্ষায় ৮ হাজারের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।