অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী

রিমান্ড শেষে কারাগারে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী

রাজধানীর নয়াপল্টনে মনোনয়ন ফরম কেনার সময় সংঘর্ষ, অগ্নিসংযোগের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ সাতজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন।

পাঁচদিন রিমান্ড শেষে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম।

আদালতে নিপুণের বাবা অ্যাডভোকট নিতাই রায় চৌধুরীসহ অন্য আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন।

পরে আদালত জামিনের আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সংঘর্ষের ঘটনায় করা মামলায় ১৫ নভেম্বর পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায়কে গ্রেফতার করে পুলিশ।

পরদিন ১৬ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

অন্য আসামিরা হলেন-ইউনুস মৃধা, আবুল হাশিম সবুজ, মামুন অর রশিদ, আরিফা সুলতানা রুমা, আমির হোসেন ও মোহসিন মিয়া।