জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মেয়াদ উত্তীর্ণ পণ্য-ওষুধ : বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

রাজধানীর শাহজাহানপুর ও বনশ্রী এলাকায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (২ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এ অভিযান চালায়। এ সময় এপিবিএন-১ এর সদস্যরা সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, মেয়াদ উত্তীর্ণ পণ্য/ওষুধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে প্যান প্যাসিফিক হাসপাতাল ফার্মেসিকে ২০ হাজার, রাহাত ফার্মেসিকে ২৫ হাজার, জামান ফার্মেসিকে ৩০ হাজার, খুরশেদ ড্রাগ হাউজকে ২৫ হাজার, এস এ ড্রাগ হাউজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে পাউরুটি ও কেক এর প্যাকেটের গায়ে লেবেল না থাকায় মি. কিং কেক এন্ড পেস্ট্রি সপকে ৩০ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ বেকারিসামগ্রী বিক্রয়ের অপরাধে হক বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।