আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি সোমবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন

ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ রাষ্ট্রপতির

জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিনজন নবনিযুক্ত বিচারপতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সোমবার (৪ ফেব্রুয়ারি) তিনি একথা বলেন।

নবনিযুক্ত বিচারকরা হলেন, বিচারপতি জিনাত আরা, বিচাপতি আবু বকর সিদ্দিক এবং বিচারপতি মো. নুরুজ্জামান। বিচারপতি জিনাত আরা হলেন সর্বোচ্চ আদালতের দ্বিতীয় নারী বিচারপতি।

রাষ্ট্রপতি গত ৮ অক্টোবর সংবিধান অনুসারে তাদেরকে আপিল বিভাগের নিয়োগ দেন।

রাষ্ট্রপতির বক্তব্য উদ্ধৃত করে তার প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, ‘জনগণের শেষ আস্থার জায়গা আদালত। দেশবাসীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আদালতের অনেক দায়িত্ব রয়েছে।’

বঙ্গভবনের মুখপাত্র জানান, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের অভিনন্দন জানান।

বৈঠককালে বিচারকরা বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এসময় রাষ্ট্রপতি বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন। খবর বাসস।