বিচারকের অশোভন আচরণের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

বাগেরহাটে আদালত অঙ্গনে ঘুষ, দুর্নীতি ও আইনজীবীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে জেলা আইনজীবী সমিতির সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, কতিপয় বিজ্ঞ বিচারক আইনজীবীদের সাথে অশোভন ও সম্মানহানিকর আচরণ, বিচারক সুলভ আচরণ না করা, দাখিলী দলিলপত্র ফেরত নেয়ার ক্ষেত্রে ৫০ টাকার বন্ড নেয়ার নিয়ম চালু এবং আদালত অঙ্গনে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, আগামী দুই দিনের মধ্যে যদি বিচারক ও তাদের কর্মচারীরা অনিয়ম ও দুর্নীতি থেকে ফিরে না আসে তাহলে রোববার থেকে লাগাতার এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। প্রয়োজনে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি প্রদান করার ঘোষণা দেন আইনজীবীরা।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ, টিপু, সহ-সভাপতি এ্যাড. নুর মোহাম্মাদ, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন, সিনিয়র আইনজীবী মোজাফফর আহমেদ, ফকির মুনছুর আলী, ফরিদ উদ্দিন আহমেদ, শাহ-ই- আলম বাচ্চু, সিদ্দিকুর রহমান, মোল্লা ফজলুর রহমানসহ আরও অনেকে।