মেক্সিকো সুপ্রিম কোর্টের বিচারক ইকুয়ার্ডো মেদিনা মোরা

অর্থ পাচারের অভিযোগ, মেক্সিকো সুপ্রিম কোর্টের বিচারকের পদত্যাগ

অর্থ পাচারের অভিযোগ ওঠায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) পদত্যাগ করেছেন মেক্সিকোর সুপ্রিম কোর্টের বিচারক ইকুয়ার্ডো মেদিনা মোরা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের ব্যাংক একাউন্টে প্রায় অর্ধকোটি ডলার স্থানান্তর করেছেন। এই মামলার তদন্ত কার্যক্রম শীঘ্রই শুরু হতে যাচ্ছে। খবর এএফপি’র।

২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর আমলে ৬২ বছর বয়সী মেদিনা মোরা মেক্সিকোর সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ পান। গত জুনে মেক্সিকোর সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে নিজের ব্যাংক একাউন্টে ৫২ লাখ ডলার জমা করেছেন। তার আর্থিক বিবরণীতে এই অর্থ জমার কথা উল্লেখ ছিল না।

পদত্যাগের কারণ উল্লেখ না করে সরকারি এক মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বিচারক ইকুয়ার্ডো মেদিনা মোরার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। এখন তার পদত্যাগ পত্র বিশ্লেষণের জন্য এটি সিনেটে পাঠানো হবে।’

মেক্সিকোর সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারকদের পদত্যাগ পত্র প্রেসিডেন্টের কাছে জমা দিতে হয়। প্রেসিডেন্ট পদত্যাগ পত্র গ্রহণ করলে পরে এটি সিনেটে পাঠানো হয়ে থাকে। আইনে আরও আছে, এ ধরনের বিচারকরা কেবলমাত্র ‘গুরুতর কারণে’ পদত্যাগ করতে পারেন। বাসস