নেপালের সদ্য বিদায়ী স্পিকার কৃষ্ণা বাহাদুর মাহারা

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে পদত্যাগের পর গ্রেপ্তার নেপালের সাবেক স্পিকার

এক সহকর্মীকে ধর্ষণের অভিযোগে পদত্যাগের পর নেপালের সদ্য বিদায়ী স্পিকার কৃষ্ণা বাহাদুর মাহারাকে গ্রেফতার করেছে পুলিশ। সমালোচনার মুখে পদত্যাগ করলেও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

গত ১ অক্টোবর স্পিকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেন কৃষ্ণা বাহাদুর মাহারা। নিজের বিরুদ্ধে উঠা অভিযোগের স্বচ্ছ তদন্তের স্বার্থেই তিনি পদত্যাগ করেছেন বলে জানান। এর কয়েক দিনের মাথায় গতকাল ৬ অক্টোবর আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।
নেপালে যৌন হয়রানি বা ধর্ষণের ঘটনায় কোনও সিনিয়র রাজনীতিকের এভাবে গ্রেফতারের ঘটনা বিরল।

অভিযোগকারী নারী জানান, গত ২৯ সেপ্টেম্বর স্পিকার মাতাল অবস্থায় তার বাড়িতে প্রবেশ করে ধর্ষণের ঘটনা ঘটায়। পরে পুলিশ ডাকার হুমকি দিলে তিনি চলে যান।

ওই নারী বলেন, আমার কাছে এটা ছিল অকল্পনীয়।

২০১৭ সালের নির্বাচনের পর নেপালের স্পিকার নির্বাচিত হন সাবেক এ মাওবাদী বিদ্রোহী। তবে ধর্ষণের অভিযোগ উঠার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে নিজ দল নেপাল কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেই তাকে পদত্যাগের আহ্বান জানানো হয়। সূত্র: বিবিসি।