জাতীয় প্রেসক্লাবের সামনে জয় বাংলা পরিষদের মানববন্ধন

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ সংবিধানে অন্তর্ভুক্তির দাবি

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন ‘জয় বাংলা পরিষদ’।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে রোববার (১২ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ। মানববন্ধনে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট ড. বশির আহমেদ বলেন, জয় বাংলা জাতীয় স্লোগান অনেকেই বক্তব্য শেষে বলে না। আমাদের দাবি, সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শেষে এ স্লোগান বাধ্যতামূলক করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাসেম্বিলি শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে।

একইসঙ্গে তিনি মানববন্ধনে সংবিধানে জয় বাংলা জাতীয় স্লোগানকে অন্তর্ভুক্তির দাবি জানান।