নাগরিকত্ব আইন স্থগিত করতে ভারতীয় সুপ্রিম কোর্টের অস্বীকৃতি

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এই আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া জানার আগেই কোনো সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়েছেন আদালত।

আজ বুধবার (২২ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, বুধবার এক রায়ে সুপ্রিম কোর্ট বলেন, পাঁচ বিচারপতি নিয়ে একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করা হবে। তারা সিএএ’র বিরুদ্ধে করা ১৪০টি পিটিশনের শুনানি করে জানাবেন সিএএ স্থগিত করতে কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হবে কি-না।

সুপ্রিম কোর্টের তিন সদস্য বিশিষ্ট বিচারপতিদের বেঞ্চ আরও জানান, সেসব পিটিশনের শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্ট সিএএ’র কোনো পিটিশনের শুনানি করতে পারবেন না।

তারা আরও জানান, আসাম ও ত্রিপুরা রাজ্যের পিটিশনগুলোর ক্ষেত্রে আলাদা করে সিদ্ধান্ত নেওয়া হবে যেহেতু ওই দুই রাজ্যে সিএএ’র প্রভাব ভারতের অন্য অঞ্চলের চেয়ে ভিন্ন।