সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

আইনমন্ত্রী বরাবরে চিঠি, আইনজীবীদের কল্যাণে ৬০ কোটি টাকা বরাদ্দের অনুরোধ

আইনজীবীদের কল্যাণে সরকারের তহবিল থেকে ৬০ কোটি টাকা বরাদ্দ দিতে অনুরোধ জানিয়ে আইনমন্ত্রী বরাবরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আইনমন্ত্রী আনিসুল হক বরাবর লেখা ওই চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে দেশের বিদ্যমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় আইনজীবীরা পেশা পরিচালনা করতে না পারায় কঠিন অবস্থার মধ্যে দিন যাপন করছেন। আইনজীবীরা কোর্ট ফি প্রদানের মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও সম্পাদক মাহবুব উদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, আইনজীবীদের কঠিন অবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অন্যান্য আইনজীবী সমিতির সদস্যদের কল্যাণার্থে সরকারের তহবিল থেকে ৬০ কোটি টাকা বরাদ্দ প্রদানের জন্য আপনার মাধ্যমে (আইনমন্ত্রী) সরকারের নিকট অনুরোধ করা যাচ্ছে।