চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

একচুয়াল কোর্টের দাবীতে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

একচুয়াল কোর্টের (নিয়মিত আদালত) চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কয়েকশ’ সাধারণ আইনজীবী।

আজ সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রাম আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, ভার্চ্যুয়াল কোর্টের কারণে সারা দেশের আইনজীবীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশে এখন প্রায় সবকিছুই ধীরে ধীরে খুলে দেওয়া হয়েছে। তাই ভার্চ্যুয়াল কোর্ট ব্যবস্থা বাতিল এবং একচুয়াল কোর্ট চালুর দাবি জানাচ্ছেন। অবিলম্বে একচুয়াল কোর্ট কার্যকর না করলে পরবর্তীতে বক্তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হবেন বলেও মানববন্ধনে হুশিয়ার করেন।

তারা বলেন, দেশের সবকিছু এখন স্বাভাবিক চললেও আদালতে চলছে ভার্চুয়াল ব্যবস্থায়। এটি অস্বাভাবিক।

চট্টগাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি সাবেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি বদরুল আনোয়ার, কফিল উদ্দিন, সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাবেক জেলা পিপি এনামুল হক, সাবেক বার সেক্রেটারি এএম নাজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন।

প্রসঙ্গত, রোববার (৫ জুলাই) জেলা আইনজীবী সমিতির নেতারা আইনমন্ত্রীর সঙ্গে নিয়মিত কোর্ট চালুর বিষয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন। সে আলোচনায় ট্রায়াল মামলার শুনানি ব্যতীত আদালতের বাকি কার্যক্রম আগের মতো বলে মন্ত্রী আশ্বস্ত করেন। যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।