প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

ভার্চ্যুয়াল বিচার ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ভার্চ্যুয়াল বিচার ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি ভার্চ্যুয়াল কার্যক্রম সফল হলে সপ্তাহে ৫ কার্যদিবসেই আপিল বিভাগ বসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ চার মাস পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আজ সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় আপিল বিভাগের সাত সদস্যর পূর্ণাঙ্গ বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হয়।

এরমধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চ্যুয়াল পদ্ধতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কর্যক্রম অনুষ্ঠিত হল।

আপিল বিভাগের বিচার কার্যক্রমের শুরুতেই প্রধান বিচারপতি বলেন, ভার্চ্যুয়াল বিচার ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি ভার্চ্যুয়াল কার্যক্রম সফল হলে সপ্তাহে ৫ কার্যদিবসেই আপিল বিভাগ বসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

একইসঙ্গে ভার্চ্যুয়াল কার্যক্রমকে নিয়মিত আদালতের অংশ বলে মত দেন আপিল বিভাগের অন্য বিচারপতিরা।

এদিকে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে জানান, আজ আপিল বিভগে ভার্চ্যুয়াল শুনানিতে দুটি মামলা নিষ্পত্তি হয়েছে এবং আরও শুনানি চলছে।

উল্লেখ্য, গত ১০ মে থেকে ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ ও চেম্বার আদালতে বিচারকাজ চলমান রয়েছে। তবে ভার্চ্যুয়াল আপিল বিভাগ এদিনই প্রথম বসলো।