নারী বিচারক (প্রতীকী ছবি)

কুয়েতে প্রথমবারের মতো বিচারকের দায়িত্ব পাচ্ছেন নারীরা

কুয়েতে নারীরা প্রথমবারের মতো বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এ লক্ষ্যে আট নারী বিচারক হিসেবে শপথ নিয়েছেন।

বিচারকের দায়িত্ব পালনে নারীদের সুযোগ দেওয়ার ব্যাপারে দীর্ঘ আইনি লড়াইয়ের পর উপসাগরীয় রাষ্ট্রটিতে এই প্রথমবারের মতো তাঁরা গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই পদে শপথ নেন।

সরকারি কুয়েত বার্তা সংস্থা (কেইউএনএ) জানায়, সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ৫৪ জনের মধ্যে রয়েছেন এই আটজন।

কুয়েতের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং বাতিলকরণ আদালতের চেয়ারম্যান ইউসেফ আল-মাতাওয়ার বরাত দিয়ে কেইউএনএ জানায়, একটি নির্দিষ্ট সময়সীমার পর এই নারী বিচারকদের কাজের মূল্যায়ন করা হবে। তবে ওই সময়সীমা কত দিনের, সে ব্যাপারে মাতাওয়া সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি। সূত্র: এএফপি।