স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সদ্য নিয়োগপ্রাপ্ত ২ বিচারপতির শ্রদ্ধা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত দুইজন বিচারক জাতীয় স্মৃতিসৌধ ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান পুষ্পস্তবক অর্পণ করেন বলে ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার মোঃ বদরুল আলম।

জানা গেছে, শনিবার দুপুর পৌনে ১২টায় বিচারপতিদ্বয় ধানমন্ডিস্থ জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রক্ষিত বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

পরবর্তীতে দুপুর দেড়টার দিকে দুই বিচারপতি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।