আজ অবসরে যাচ্ছেন বিচারপতি মো. এমদাদুল হক

অবসরে যাচ্ছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. এমদাদুল হক। সংবিধান অনুসারে বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় আজ ৩০ সেপ্টেম্বর তার শেষকর্ম দিবস।

এ উপলক্ষে আজ বুধবার দুপুর ১.১৫ মিনিটে এনেক্স কোর্ট-৮ এ তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।

বিচারপতি মো. এমদাদুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়ে ১৯৭৮ সালের ২০ নভেম্বর মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পেয়েছিলেন। এরপর ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন।

পরবর্তীকালে ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পরে ২০০৬ সালের ২৩ আগস্ট তিনি স্থায়ী হন।

তিনি জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনিতে ট্রেনিং, কর্মশালা ও সেমিনারে যোগ দিয়েছিলেন। এছাড়া ভারত, মালয়েশিয়া ও ফিলিপাইন সফর করেছেন।