বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

জামিন ও জরুরী ফৌজদারী দরখাস্ত নিষ্পত্তিতে ভার্চ্যুয়ালি বিশেষ আদালত চলবে

প্রধান বিচারপতি জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তি করতে ভার্চ্যুয়ালি বিশেষ জজ আদালত ও বিশেষ বিভাগীয় জজ আদালতের কার্যক্রম পরিচালনা করা যাবে বলে সিদ্ধান্ত দিয়েছেন।

প্রধান বিচারপতির আদেশে বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তাররোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ আদালত জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তি করার উদ্দেশে ভার্চ্যুয়ালি আদালতের কার্যক্রম পরিচালনা করবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এ আদেশ আগামী ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত বলবৎ থাকবে।