করোনায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীর মৃত্যু, প্রধান বিচারপতির শোক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এ রহিম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে (বৃহস্পতিবার) সকালে তিনি মারা যান।

আজ বৃহস্পতিবার বাদ জোহর সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। তিনি একজন অত্যন্ত সৎ এবং সজ্জন মানুষ ছিলেন। অত্যন্ত বর্ণাঢ্য জীবনের অধিকারী এই আইনজীবী প্রথম জীবনে নটরডেম কলেজের শিক্ষক ছিলেন। কিছুদিন পর আইন পেশায় আসেন। সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন।

এই বিষয়ে ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। এই সময়ে তিনি এ প্রতিবেদক কে আরও জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এ রহিমের মৃত্যুতে প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বলেও জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।