জাল সনদ দিয়ে গণস্বাস্থ্যের পরিচালক : দুদকে আইনজীবীর অভিযোগ
দুর্নীতি দমন কমিশন (দুদক) লোগো

‘দুর্নীতির তদন্ত আরও শক্তিশালী ও জবাবদিহিতার আওতায় আনা হবে’

দুর্নীতির অনুসন্ধান ও তদন্ত কঠোরভাবে মনিটরিং করা সহ তদন্ত আরও শক্তিশালী ও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

২ জুন (বুধবার) বিকেল সাড়ে ৩টার দিকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির সচিব।

তিনি বলেন, কতগুলো বিষয় নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। বিশেষ করে তদন্ত ও অনুসন্ধান নিয়ে। কীভাবে এটিকে আরও শক্তিশালী করা যায়। এটিকে যেন আরও জবাবদিহিতার মধ্যে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। অনেক সময় দেখা যায় নির্দিষ্ট সময় আছে তদন্ত শেষ করার কিন্তু ওই সময়টা পার হয়ে যায় কিন্ত আমরা ফলাফল পাই না। এটা কঠোর মনিটরিং করা হবে। যাতে সময় মতো কাজগুলো শেষ করা যায়।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করেই এই কমিশন কাজ করে যাচ্ছে।
হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিবির ইনকোয়ারি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা জানেন তাদের নোটিশ দেওয়া হয়েছে। জবাব আসলে পর্যালোচনা করেই ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিতে গঠিত কমিটির রিপোর্ট এখনও পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, রিপোর্ট আমরা পাইনি। করোনাকালে সময় বেশি লাগছে।