সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

টিকা প্রাপ্তির রেজিস্ট্রেশনের লক্ষ্যে ইমেইলে জাতীয় পরিচয়পত্র প্রেরণের অনুরোধ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিট ১৯ টিকা প্রাপ্তির জন্য রেজিস্ট্রেশনের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অতিদ্রুত সমিতির ইমেইলে জাতীয় পরিচয়পত্রের কপি প্রেরণের জন্য কার্যনির্বাহী কমিটির সকলের পক্ষে সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস কাজল সমিতির সকল সদস্যদের নিকট অনুরোধ জানিয়েছেন।

তিনি জানান, সকলের তথ্য সংগ্রহ পূর্বক বিজ্ঞ সদস্যদের তালিকা শীঘ্রই বার কাউন্সিলে প্রেরণ করা হবে।

যে ঠিকানায় পরিচয়পত্র পাঠাতে হবে- Email: info@scba.org.bd অথবা scba.bd@gmail.com

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ইতোপূর্বে আইনজীবী হিসেবে রেজিস্ট্রেশন করেছেন তাদের নতুন করে তথ্য প্রেরণের প্রয়োজন নেই।

উল্লেখ্য, করোনাভাইরাসের টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অন্তর্ভুক্ত করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (৪ জুলাই) বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মিজানুর রহমান। এজন্য বার কাউন্সিলের রেজিস্টার্ড আইনজীবীদের জাতীয় পরিচয়পত্র সংযুক্ত তথ্য নির্দিষ্ট একটি এক্সেল ফরমেটে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বার কাউন্সিলের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।