যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কাউন্সিল নির্বাচনে কুইন্স সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অ্যাটর্নি সোমা সাঈদ। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক।
গত ২ নভেম্বর নিউইয়র্ক সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই নির্বাচনে সোমা তার প্রতিদ্বন্দ্বী এন্ড্রিয়া অগেলকে অল্প ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনেন। ভোটের ব্যবধান এক শংতাশেরও কম বলে জানা যায়।
এর আগে চলতি বছরের ২২ জুন অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টি থেকে বিজয়ী হয়ে সাধারণ নির্বাচনে প্রার্থী হন তিনি।
ডেমোক্রাট সোমা সাঈদ নিউ ইয়র্কের পরিচিত মুখ। তিনি ইতিমধ্যে একজন উদীয়মান আইনজীবী হিসাবে সকল মহলে জনপ্রিয় হয়ে উঠেছেন।
দীর্ঘদিন ধরে ডেমোক্রাট রাজনীতিতে জড়িত সোমা অভিবাসীসহ সমাজের নানা দাবী দাওয়া ও নাগরিক অধিকার নিয়ে কাজ করে আসছেন।
বাংলাদেশি আমেরিকান নির্বাচিত বিচারক সোমা সাঈদের পৈতৃক নিবাস বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়। তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা।