নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রে ঢুকে প্রকাশ্যে ভোট কেনার অপরাধে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল হোসেনকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকা প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ শুভ। রবিবার দুপুরে তিনি এই আদেশ দেন।
পুলিশ জানায়, রবিবার বেলা ১১ টার সময় জামনগর ইউনিয়নের করমদোশী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ আলমের পক্ষে প্রকাশ্যে ভোট কেনার সময় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা সার্জেন্ট রনি পোদ্দার হাতেনাতে শিমুল হোসেনকে আটক করে। একই সময় নির্বাচনী অপরাধ তাৎক্ষণিকভাবে বিচারের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ শুভ ওই কেন্দ্রে উপস্থিত হয়ে অপরাধ আমলে নিয়ে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে ঢুকে প্রকাশ্যে ভোট কেনার অপরাধে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ শুভ তাৎক্ষণিকভাবে অপরাধ আমলে নিয়ে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ছাত্রলীগ নেতা শিমুল হোসেনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শাহ আলম ও ছাত্রলীগ নেতা শিমুল হোসেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুলের অনুসারী।