রেহানা পপাল এক অদম্য নারীর নাম। যিনি তার মা ও তিন বড় ভাইয়ের সঙ্গে শিশু শরনার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় নেন। ইংল্যান্ড ও ওয়েলস থেকে ব্যারিস্টার হওয়া প্রথম আফগান বংশোদ্ভূত নারী তিনি।
বর্তমানে ৩১ বছর বয়সী রেহানা আফগানিস্তানে যুদ্ধের সময় ব্রিটিশ সশস্ত্র বাহিনীর পক্ষে কাজ করা আফগানদের সাহায্যের জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন।
২০২১ সালে বিবিসির সেরা ১০০ জন নারীর তালিকায় স্থান পেয়েছেন রেহানা। সারা বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীদের নিয়ে তালিকাটি তৈরি করা হয়। সমাজকে নতুন করে আবিষ্কারে ভূমিকা পালন করছেন এসব নারীরা।
সূত্র: বিবিসি