ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে। আবেদনে তামিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয়।
আজ সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ আবেদন জানানো হয়।
তামিমা আইনজীবী মোর্শেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারা মোতাবেক আসামি তামিমাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়।
আবেদনে আইনজীবী বলেন, আজ নাসির ও তামিমা সুলতানার মামলার চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য আছে। যেহেতু আসামি তামিমা সুলতানা ছয় মাসের অন্তঃসত্ত্বা, সেহেতু আদালতে হাজির হওয়া তার জন্য কষ্টসাধ্য। তাই আসামি তামিমা সুলতানাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করা একান্ত আবশ্যক।
তবে বিচারক এ বিষয়ে কোনও আদেশ না দিয়েই আবেদনটি নথিভুক্ত করেন। পরে এ বিষয়ে আদেশের জন্য এবং চার্জ গঠনের জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেন।
প্রসঙ্গত, চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তাম্মির সাবেক স্বামী মো. রাকিব হাসান এই মামলা দায়ের করেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়িলে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জেনেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, রাকিবের সাথে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি নাসিরকে বিয়ে করেছেন; যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন।