শপথ নিলেন আপিল বিভাগের নতুন বিচারকগণ
শপথ নিলেন আপিল বিভাগের নতুন বিচারকগণ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন বিচারকগণ

সুপ্রিম কোর্টের আপীল বিভাগে নিয়োগ পাওয়া নতুন চারজন বিচারকের মধ্যে তিনজন বিচারপতি শপথ নিয়েছেন। তাঁদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ রোববার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

শপথ নেওয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ থাকায় শপথ নিতে পারেননি। সুস্থ হলে পরে তিনি শপথ নেবেন।

বিচারক সংকট কাটাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এসব বিচারককে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে দায়িত্বপ্রাপ্ত সচিব মো. গোলাম সরওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে প্রাপ্ত তথ্য অনুযায়ী- নতুন এই চার বিচারকের নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।