হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পনের মিনিট দেরি: ২১ শিক্ষার্থীর ভর্তির কাগজ জমা না নেওয়ায় হাইকোর্টের রুল

মাত্র ১৫ মিনিট দেরি হওয়ার কারণে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অপেক্ষামাণ থাকা ২১ শিক্ষার্থীর ভর্তির কাগজপত্র জমা না নেওয়ার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে আজ রোববার (১৬ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ১০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্যারিস্টার এ এম মাসুম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাইফুর রহমান রাহী।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি একটি অনলাইন মাধ্যমে ‘১৫ মিনিটে ২১ শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ১৩ জানুয়ারি ভর্তি কার্যক্রম শুরু হয়। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট দেরিতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর কারণে ২১ শিক্ষার্থীর কাগজপত্র জমা নেয়নি কর্তৃপক্ষ। এতে করে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হতে পারেননি ওই শিক্ষার্থীরা।