প্রতি মাসের ৭ তারিখের মধ্যে অধস্তন আদালতের বিচারকদের মাসিক কর্মসম্পাদন বিবরণী অনলাইনে পূরণের নির্দেশ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট লোগো

করোনা আক্রান্ত বিচারকদের হালনাগাদ তথ্য প্রেরণের নির্দেশনা

সারাদেশে অধস্তন আদালতে কর্মরত বিচারকসহ সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভাইরাসজনিত রোগে (কোভিড-১৯)-এ আক্রান্ত হওয়ার হালনাগাদ তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট প্রসাশন।

আজ সোমবার (২৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাইকোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়- উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, অধস্তন আদালতে কর্মরত বিচারকসহ সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভাইরাসজনিত রোগে (কোভিড-১৯)-এ আক্রান্ত হওয়ার হালনাগাদ তথ্যাদি নিয়মিতভাবে প্রেরণ করতে অনুরোধ করা হলো।

এক্ষেত্রে আক্রান্তের নাম, পদবি ও কর্মস্থল, নমুনা প্রদানের তারিখ, বর্তমান শারীরিক অবস্থা সংক্রান্ত নির্ধারিত ছক
পূরণ করে covid19report@gmail.com -এই ই-মেইল ঠিকানায় প্রেরণ করতে বলা হয়েছে। তবে বিচারক এবং সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে আলাদা আলাদা ছক পূরণ করতে হবে।