মাদারীপুর আইনজীবী সমিতির নেতৃত্বে এমদাদুল হক ও গোলাম কিবরিয়া
মাদারীপুর আইনজীবী সমিতির নেতৃত্বে এমদাদুল হক ও গোলাম কিবরিয়া

মাদারীপুর আইনজীবী সমিতির নেতৃত্বে এমদাদুল হক ও গোলাম কিবরিয়া

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শেষ হয়েছে। কার্যনির্বাহী কমিটির ১৫টি পদে অনুষ্ঠিত নির্বাচনে ১১টিতে আওয়ামী লীগ সমর্থিত এবং ৪টিতে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন।

জেলা আইনজীবী সমিতি ভবনে বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. ফোরহাদুল ইসলাম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে সিনিয়র আইনজীবী এমদাদুল হক খান সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে সৈয়দ নুরুজ্জামান রিন্টু এবং আনিসুর রহমান।

ভোটে সম্পাদকীয় পদে নির্বাচিত অন্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মহরার সম্পাদক মো. হানিফ বেপারী, লাইব্রেরি সম্পাদক মো. মফিজুর রহমান।

অন্যদিকে কার্যকরী সদস্য বদরুন নাহার কলি, তানভির আহম্মেদ তুহিন, রুবিনা আক্তার আজিজুল হক মুকুল মো. এমদাদুল হক মিলন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনা সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২৭৮ ভোটারের মধ্যে ২৭৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করে। বুধবার বিকাল ৪টায় ভোট গ্রহণের পর টানা তিন ঘণ্টা ভোট গণনার পর রাত ৮টার দি‌কে ফলাফল ঘোষণা করা হয়।