ময়মনসিংহ আইনজীবী সমিতির নেতৃত্বে নুরুল হক ও এসআইএম মঞ্জুরুল হক বাচ্চু
ময়মনসিংহ আইনজীবী সমিতির নেতৃত্বে নুরুল হক ও এসআইএম মঞ্জুরুল হক বাচ্চু

ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি নুরুল, সাধারণ সম্পাদক মঞ্জুরুল

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫ পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ সাতটিতে বিএনপিপন্থিরা জয় পেয়েছন। অন্যদিকে বাকিগুলোতে আওয়ামীপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন।

জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শুক্রবার (২৮জানুয়ারি) বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন সহকারী প্রিসাইডিং অফিসার এমদাদুল হক মিল্লাত। এর আগে আইনজীবী সমিতি ভবনে গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট হয়। এবারের নির্বাচনে ৯৪৭ ভোটারের মধ্যে ৮৫৮ জন ভোট দেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. নুরুল হক ৪৩৭ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে তৃতীয়বার সভাপতি নির্বাচিত হলেন। তার প্রতিদ্বন্দ্বী বিকাশ চন্দ্র রায় পেয়েছেন ৩৯৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এসআইএম মঞ্জুরুল হক বাচ্চু পেয়েছেন ৪৩২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আবুল কালাম পেয়েছেন ৩৯২ ভোট।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বিএনপি সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের বিজয়ীরা হলেন- সহ-সভাপতি আবুল কালাম আজদ ও আজহারুল হক, সহ-সম্পাদক মাজেদুল করিম সজল, অডিটর মো. ওবায়দুল হক, সদস্য নুরে আলম রিপন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে জয়ীরা হলেন- সহ-সম্পাদক ড. মো. আব্দুল্লাহ আল বাকী, মো. আব্দুল্লাহ, সদস্য হাবিবুর রহমান, মারুফ রায়হান খান, মোহাম্মদ সেকান্দর আলী, মুক্তারা খাতুন মনি, মো. সালাহ উদ্দিন আল রাশিদ ও মাহবুব আল মামুন।