জর্ডানে নামাজে সেজদারত অবস্থায় মারা গেলেন আইনজীবী
জর্ডানে নামাজে সেজদারত অবস্থায় মারা গেলেন আইনজীবী

জর্ডানে নামাজে সেজদারত অবস্থায় মারা গেলেন আইনজীবী

মসজিদে নামাজ আদায় করতে গিয়ে সেজদারত অবস্থায় মারা গেলেন এক আইনজীবী। মধাপ্রাচ্যের দেশ জর্ডানের রাজধানী আম্মানের একটি মসজিদে গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। ওই আইনজীবীর নাম তারিক আল রাশক।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, জর্ডানের রাজধানীর আল হাজ আওয়াদ আল নুয়াইমাত মসজিদে ফজরের নামাজ পড়ার সময় আইনজীবী তারিক আল রাশক মারা যান।

খবরে বলা হয়, এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে সেই ব্যক্তির জীবনের শেষ মুহূর্তটি ধারণকৃত হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃদ্ধাকে একা দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায়। এরপর সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

আইনজীবী আল রাশকের ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রার্থনার ঢল নেমেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাঁর ছবি শেয়ার করেছেন, আল্লাহর কাছে তার আত্মাকে শান্তিতে এবং তাকে জান্নাতে স্থান দেওয়ার জন্য প্রার্থনা করেছেন। তার মৃত্যুকে একটি শুভ পরিণতি হিসাবে বর্ণনা করেছেন কেউ কেউ।