১৬ বিচারকের পদোন্নতি, ১৭ জনকে বদলি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

১২২ বিচারক বদলি

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ এবং সমপদমর্যাদার ১২২ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

বদলিকৃত কর্মকর্তাদের নামের তালিকা দেখতে প্রজ্ঞাপন -এ ক্লিক করুন।

এসব কর্মকর্তাদের জেলা ও দায়রা জজ/চিফ জুডিসিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

তবে এসব কর্মকর্তাদের মধ্যে বর্তমানে যারা প্রশিক্ষণ/ছুটি/নির্বাচনি দায়িত্বে নিয়োজিত তাদেরকে উক্ত দায়িত্ব পালন শেষে একই প্রক্রিয়ায় বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।