প্রতি মাসের ৭ তারিখের মধ্যে অধস্তন আদালতের বিচারকদের মাসিক কর্মসম্পাদন বিবরণী অনলাইনে পূরণের নির্দেশ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট লোগো

রোববার থেকে সুপ্রিম কোর্টে বিচারকাজ চলবে শারীরিক উপস্থিতিতে

শারীরিক উপস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালতে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী রোববার (৬ মার্চ) থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদশ ডটকমকে এ তথ্য নিশ্চত করেছেন।

সাইফুর রহমান জানান, আগামী রবিবার (৬ মার্চ) থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতঃ শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। অতিসত্ত্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের উদ্ভূত পরিস্থিতিতে গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ তথা আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালিত হয়ে আসছিল।

দেশে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে তথ্য-প্রযুক্তি ব‍্যবহার করে আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কোর্ট প্রসাশন।