প্রধান বিচারপতির নির্দেশে বগুড়ার সেই বিচারককে প্রত্যাহার
বিচারক (প্রতীকী ছবি)

অধস্তন আদালতে বিচারকাজে নিয়োজিত ৫৫৭ নারী

দেশে বিচারিক কাজে নারীর অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। ৪৬ বছর আগে দেশে নারী বিচারক ছিলেন মোটে একজন। বর্তমানে সর্বোচ্চ আদালত মিলিয়ে ৫৬৪ জন নারী বিচারক বিচারকাজে নিয়োজিত।

আইন মন্ত্রণালয়ের তথ্য বলছে, বর্তমানে অধস্তন আদালতে বিচারকের সংখ্যা এক হাজার ৯৪৮। এর মধ্যে পুরুষ বিচারকের সংখ্যা এক হাজার ৩৯১, আর নারী বিচারকের সংখ্যা ৫৫৭।

অর্থাৎ অধস্তন আদালতের মোট বিচারকের প্রায় ২৯ শতাংশ নারী। সংশ্লিষ্টরা বলছেন, অধস্তন আদালতে নারী বিচারকের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। সেই হিসেবে দেশে নারী বিচারকের এ সংখ্যা পর্যাপ্ত। তবে তাদের প্রত্যাশা এ সংখ্যা আরো বাড়বে।

বিচার কাজে নারীরা দক্ষতার সঙ্গে তাঁরা দায়িত্ব পালন করছেন। অধস্তন আদালতে এখন নারী বিচারকের সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ। সংশ্লিষ্টরা আশা করেন এই সংখ্যা ভবিষ্যতে সমান সমান হবে।

তবে উচ্চ আদালতে নারী বিচারক তুলনামূলক কম হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। তারা বলেন, উচ্চ ও সর্বোচ্চ আদালতে আরো অনেক বেশি নারী বিচারক আসা উচিত। উচ্চ ও সর্বোচ্চ আদালতে বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন, এমন অনেক নারী বিচারক অধস্তন আদালতে কর্মরত আছেন বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘গত কয়েক বছরে বিচারিক অর্থাৎ অধস্তন আদালতে নারী বিচারকের সংখ্যা বাড়ার পাশাপাশি বিচারকাজে নারীরা ভালো করছেন। তবে উচ্চ আদালতে আরো নারী বিচারক হওয়া দরকার।’