ভুয়া নিয়োগপত্র: রিট করে ফাঁসলেন ৩৪ আবেদনকারী
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী

অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি

সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ কোর্টের অবকাশে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এসব বেঞ্চে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালিত হবে।

আজ বুধবার (৯ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবকাশকালীন ৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। এর মধ্যে ৩টি দ্বৈত এবং ৩টি একক বেঞ্চ রয়েছে।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত -এর সমন্বয়ে গঠিত বেঞ্চের এখতিয়ার 

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত একত্রে ডিভিশন বেঞ্চে বসবেন। দ্বৈত বেঞ্চে গ্রহণযোগ্য অতীব জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরীর আবেদন এবং এ সংক্রান্ত জামিনাবেদন, ফৌজদারি মঞ্জুরীকৃত আপিল ও এ সংক্রান্ত জামিনাবেদন, ফৌজদারি মঞ্জুরীকৃত আপিল ও সকল জেলা আপীলের মঞ্জুরীর আবেদন ও শুনানি; ফৌজদারি রিভিশন এবং ফৌজদারি বিবিধ মোকদ্দমাসমূহ; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদন গ্রহণ এবং শুনানি করবেন।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মহি উদ্দিন শামীম -এর সমন্বয়ে গঠিত বেঞ্চের এখতিয়ার 

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মহি উদ্দিন শামীম একত্রে ডিভিশন বেঞ্চে বসবেন। শুনানির জন্য অতীব জরুরি ভ্যাট, সম্পূরক শুল্ক, কাস্টমস ও ইনকাম ট্যাক্সসহ সকল প্রকার রিট মোশন ও এ সংক্রান্ত শুনানি; ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের অধীনে আপিল; ১৯৯১ সালের পেন্টেন্ট ও ডিজাইন আইনের ৫১(ক) এবং ২৬ (খ), (গ), (ঘ) ও (ঙ) ধারা মোতাবেক রিভিশন/আপিলসহ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ -এর ধারা ৪২(১)(গ) ক্ষমতাবলে অ্যাপিলেট ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত বা আদেশের বিরুদ্ধে আপিল; আয়কর রেফারেন্স মোকদ্দমা ও আয়কর সংক্রান্ত রিট, কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ -এর ধারা ১৯৬(ডি) অনুযায়ী আপিল শুনানি; হাইকোর্ট বিভাগ এবং এর অধীনস্থ আদালত সমূহের অবমাননার অভিযোগ গ্রহণ এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদন গ্রহণ এবং শুনানি করবেন।

বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান -এর সমন্বয়ে গঠিত বেঞ্চের এখতিয়ার 

বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান একত্রে ডিভিশন বেঞ্চে বসবেন। এই বেঞ্চে শুনানির জন্য গ্রহণযোগ্য অতীব জরুরি দেওয়ানি মোশন, শুনানির জন্য প্রথম আপিল, প্রথম আপিল (প্রবেট), প্রথম বিবিধ আপিল, প্রথম বিবিধ আপিল (প্রবেট); ছয় কোটি টাকার উর্ধ্বমানের প্রথম বিবিধ আপিল, ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য দেওয়ানি রুল ও রিভিশন মোকদ্দমা; হাইকোর্ট রুলস -এর ৯ অধ্যায়ের ৩৪ রুল অনুযায়ী শুনানির জন্য এবং ৬ কোটি টাকার উর্ধ্বমানের আপিল; ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য দেওয়ানি রুল ও দেওয়ানি রিভিশন মোকদ্দমা এবং এ সংক্রান্ত আবেদন থেকে উদ্ভূত সকল লয়াজিমা বিষয়; শালিশী আইন,২০০১ এর ৪৮ (ক), (খ), এবং (গ) ধারা মোতাবেক আপিল, দেউলিয়া বিষয়ক আপিল, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা (বিশেষ দায়িত্ব) অধ্যাদেশ, ১৯৯১ -এর অধীন আপিল; ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য দেওয়ানি কার্যবিধি আইনের ৪১ অর্ডারের ১১ রুল অনুযায়ী আপিলসমূহ এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদন গ্রহণ এবং শুনানি করবেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারির পূর্বে দায়েরকৃত, স্থানান্তরিত বা চলমান সকল প্রকার মোকদ্দমা বা কার্যধারা এই বেঞ্চেই শুনানি ও নিষ্পত্তি হবে।

বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চের এখতিয়ার 

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী একক বেঞ্চে বসবেন। শুনানির জন্য অতীব জরুরি আদিম অধিক্ষেত্রাধীন বিষয়; সাকসেশন আইন, ১৯২৫ অনুযায়ী ইচ্ছাপত্র ও ইচ্ছাপত্র ছাড়া মৃত ব্যক্তির বিষয়বস্তুর অধিক্ষেত্র; বিবাহ বিচ্ছেন আইন, ১৮৬৯ অনুযায়ী মোকদ্দমা, প্রাইজ কোর্ট বিষয়সহ অ্যাডমিরেলটি কোর্ট আইন, ২০০০ অধিক্ষেত্রাধীন মোকদ্দমা; মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স, ১৯৮৩ -এর অধীনে আবেদন; ট্রেডমার আইনের অধীন আবেদন; কোম্পানি আইনের আবেদন; ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী আবেদন, সালিশ আইন অনুযায়ী আপিল ও আবেদন; সহকারী জজ ব্যতীত অন্য বিচারকের ডিক্রি ও আদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব ৬ কোটি টাকা মানের এবং সহকারী জজের মান নিরপেক্ষ ডিক্রি ও আদেশের বিরুদ্ধে দেওয়ানি রিভিশন; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদন গ্রহণ এবং শুনানি করবেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারির পূর্বে দায়েরকৃত, স্থানান্তরিত বা চলমান সকল প্রকার মোকদ্দমা বা কার্যধারা এই বেঞ্চেই শুনানি ও নিষ্পত্তি হবে।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের একক বেঞ্চের এখতিয়ার

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার একক বেঞ্চে বসবেন। শুনানির জন্য সহকারী জজ ব্যতীত অন্য বিচারকের ডিক্রি ও আদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব ৬ কোটি টাকা মানের এবং সহকারী জজের মান নিরপেক্ষ আদেশ ও ডিক্রির বিরুদ্ধে অতীব জরুরি দেওয়ানি মোশন; দেওয়ানি কার্যবিধি আইনের ৪১ অর্ডারের ১১ রুল অনুযায়ী শুনানির জন্য অনূর্ধ্ব ৬ কোটি টাকা মানের আপিল; সহকারী জজ ব্যতীত অন্য বিচারকের আদেশ ডিক্রির বিরুদ্ধে অনূর্ধ্ব ৬ কোটি টাকা মানের এবং সহকারী জজের মান নিরপেক্ষ আদেশ ও ডিক্রির বিরুদ্ধে দেওয়ানি রুল ও দেওয়ানি রিভিশন মোকদ্দমা; অনূর্ধ্ব ৬ কোটি টাকা মানের আবেদন এবং একক বেঞ্চে গ্রহণ যোগ্য সকল লয়াজিমা বিষয় ও অনূর্ধ্ব ৬ কোটি টাকা মানের প্রথম বিবিধ আপিল, প্রথম বিবিধ আপিল (প্রবেট); গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনী’ আবেদন; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদন গ্রহণ এবং শুনানি করবেন।

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের একক বেঞ্চের এখতিয়ার

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান একক বেঞ্চে বসবেন। শুনানির জন্য গ্রহণযোগ্য অতীব জরুরি ফৌজদারি মোশন; ফৌজদারি আপিল মঞ্জুরীর আবেদন এবং এ সংক্রান্ত জামিনাবেদন, ফৌজদারি মঞ্জুরীকৃত আপিল ও এ সংক্রান্ত জামিনাবেদন, ফৌজদারি রিভিশন ও রেফারেন্স মোকদ্দমা এবং একক বেঞ্চে গ্রহণযোগ্য দুর্নীতি দমন কমিশন আইনের অধীন দায়েকৃত মামলা, রায়, আদেশ হতে উদ্ভূত সকল প্রকাশের মোশন ও এ সংক্রান্ত শুনানি; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদন গ্রহণ করবেন।