রাঙামাটি আইনজীবী সমিতি
রাঙামাটি আইনজীবী সমিতি

রাঙামা‌টি আইনজীবী সমিতির সভাপতি মোখতার, সাধারণ সম্পাদক রাজীব

রাঙামা‌টি জেলা আইনজীবী সমিতি নির্বাচনে প্রত্যক্ষ ভোটে অ্যাডভোকেট মোখতার আহমেদ সভাপতি এবং রাজীব চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জেলা আইনজীবী ভবনে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে নির্বাচন শুরু হয়। দুপুর ২টার দিকে ভোটগ্রহণ শেষ হয়। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট মিহির বরণ চাকমা। নির্বাচন কমিশন সদস্য হিসেবে ছিলেন অ্যাডভোকেট পারভিন আক্তার ও অ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টু।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আইনজীবী সমিতি নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেন। তবে শেষ পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদেই সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সমিতির ৭১ জন সদস্যের মধ্যে ৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট মোখতার আহম্মদ পেয়েছেন ৪৩ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট কল্যান মিত্র পেয়েছেন ২১ ভোট। এ পদে ১ টি ভোট বাতিল হয়।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত অ্যাডভোকেট রাজীব চাকমা পেয়েছেন ৩৫ ভোট তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন পেয়েছেন ২৭ ভোট। এ পদে ৩টি ভোট বাতিল হয়।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবছার আলী, কোষাধ্যক্ষ পদে অ্যাড. উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট, মিলন চাকমা, পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট প্রোজ্জ্বল চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- অ্যাডভোকেট শফিউল আলম মিয়া, অ্যাডভোকেট বিবরণ চাকমা, অ্যাডভোকেট মো. মামুন ভূঁইয়া, অ্যাডভোকেট রাশেদ ইকবাল ও অ্যাডভোকেট কামাল হোসেন সুজন।