এক বিচারককের ওএসডির দিনে অন্য বিচারকের আবেগঘন স্ট্যাটাস
বিচারক (প্রতীকী ছবি)

অধস্তন আদালতের ১৬ বিচারকের পদোন্নতি

অধস্তন আদালতের ১৬ বিচারকের পদোন্নতি হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত এসব কর্মকর্তা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বুধবার (১৩ এপ্রিল এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ ক্রমে জুডিসিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে ৭০,৯২৫-৭৬৩৫০ বেতনক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হল।

পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের তালিকা ও নতুন কর্মস্থল বিষয়ে বিস্তারিত জানতে প্রজ্ঞাপন দেখুন।

এছাড়া এসব কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ কর্তৃক মনোনীত কর্মকর্তা/পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট আগামী ২০ এপ্রিল এর মধ্যে বর্তমান পদের দায়িত্ব অর্পণ করে নতুন কর্মস্থলে অবিলম্বে যোগদানের অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।