ঢাকার আদালত প্রাঙ্গণে টাউট আটক

ঢাকার আদালত প্রাঙ্গণে টাউট আটক

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে এক টাউটকে আটক করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের টাউট উচ্ছেদ অভিযান পরিচালনার সময় তাকে আটক করা হয়।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের গারদের সামনে থেকে শুক্রবার (২৭ মে) মোঃ রফিকুল ইসলাম জাহাঙ্গীর নামের ওই টাউট আটক হন।

ঢাকা আইনজীবী সমিতি কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আবু সুফিয়ান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মানুযায়ী আইনজীবী ব্যতীত অন্য কারো মামলা রিসিভ করার এখতিয়ার নেই। অথচ এই টাউট গত ২৬ বছর যাবৎ বিভিন্ন থানা এবং গারদের সামনে থেকে দাপটের সাথে মামলা রিসিভ করে আসছে।

সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযানে তাকে আটক করা হয়েছে উল্লেখ করে অ্যাডভোকেট সুফিয়ান বলেন, সমিতির কার্যনির্বাহী পরিষদ কর্তৃক টাউট উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইনজীবীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কাম্য।