সৎ ভাইকে হত্যার দায়ে কক্সবাজারে একজনের যাবজ্জীবন
কারাদণ্ড (প্রতীকী ছবি)

মাদক মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় মাদক মামলায় এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩০ মে) দুপুর ১২টায় গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ঠান্ডা মিয়া (৪০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোপন তথ্যের ভিত্তিতে ঠান্ডা মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদি হয়ে ঠান্ডা মিয়ার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে চার্জশিটেও তাকে একমাত্র অভিযুক্ত দেখানো হয়। মামলা চলাকালে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উপরোক্ত আদেশ দিয়েছেন।