ঋণের টাকা বেনোভোলেন্ট ফান্ডের সাথে সমন্বয় করার অনুরোধ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (লোগো)।

অনুমতি ছাড়া সুপ্রিম কোর্ট বারে সভা-সমাবেশে মাইক-সাউন্ড বক্স ব্যবহার নয়

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত সভা-সমাবেশে শব্দ দূষণ সৃষ্টিকারী যন্ত্রাংশ ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সমিতির সম্পাদক মো. আবদুন নূর (দুলাল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (১ জুন) এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমিতি প্রাঙ্গণে যেকোন প্রকার সভা-সমাবেশ, মানববন্ধন ও মিছিলে সমিতির পূর্ব-অনুমোদন ছাড়া সমিতির নিজস্ব মাইক ব্যতীত কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের মাইক, সাউন্ড বক্স, হ্যান্ড মাইক ও শব্দ দূষণ সৃষ্টিকারী যেকোন প্রকার যন্ত্রাংশ ব্যবহার করা যাবে না।