অবকাশে হাইকোর্টের বিচারকাজ পরিচালনায় ৬ বেঞ্চ গঠন
সুপ্রিম কোর্ট

অধস্তন আদালতের ২ বিচারককে প্রেষণে সুপ্রিম কোর্ট প্রশাসনে নিয়োগ

অধস্তন আদালতে কর্মরত দুই বিচারককে বদলি করে প্রেষণে সুপ্রিম কোর্ট প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- টাঙ্গাইলের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোসাদ্দেক মিনহাজ এবং রাজশাহীর সহকারী জজ মো. আব্দুল মালেক।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৯ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সদয় অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এই দুই সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর্মস্থল ও পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যুগ্ম জেলা ও দায়রা জজ মোসাদ্দেক মিনহাজকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার পদে এবং সহকারী জজ মো. আব্দুল মালেককে হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।