রাঙামাটির আদালতে মেডিয়েশন রুম ও 'ব্রেস্ট ফিডিং' কর্নার চালু

রাঙামাটির আদালতে মেডিয়েশন রুম ও ‘ব্রেস্ট ফিডিং’ কর্নার উদ্বোধন

রাঙামাটি জেলার নতুন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে আলাদা ভাবে মেডিয়েশন রুম ও ‘ব্রেস্ট ফিডিং’ কর্নার চালু হয়েছে।

জেলা লিগ্যাল এইড পরিদর্শনকালে আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি আনুষ্ঠানিকভাবে ডিয়েশন রুম ও ‘ব্রেস্ট ফিডিং’ কর্নার উদ্বোধন করেন।

এদিন সকাল ১০টায় জেলার সকল আদালত পরিদর্শন করতে আসেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি। এসময় তিনি কিছু সময় লিগ্যাল এইড অফিসে বসে মেডিয়েশন কার্যক্রমসহ লিগ্যাল এইড অফিস রাঙ্গামাটির সার্বিক কার্যক্রম দেখেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক আরও কার্যকরভাবে মেডিয়েশন (আপস মীমাংসা) সেবাপ্রদান এবং সেবাপ্রার্থী মায়েরা যেন সাচ্ছন্দ্যে নবজাতককে বুকের দুধ খাওয়াতে পারেন সেজন্য এ কর্ণার উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে রাঙামাটির যুগ্ম জেলা জজ মো. তাওহীদুল হক, জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখতার আহমদ, জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবীগণসহ বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।