জাতীয় চার নেতা হত্যায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে সভা

জাতীয় চার নেতা হত্যায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

জেল হত্যা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় চার নেতা হত্যায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রাম আদালত ভবনস্থ আইনজীবী অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সমন্বয় পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক যথাক্রমে সভাপতি অ্যাডভোকেট রতন কুমার রায়, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে অ্যাডভোকেট মনতোষ বড়ুয়া, অ্যাডভোকেট অশোক কুমার দাশ, অ্যাডভোকেট মোঃ আবদুর রশীদ, অ্যাডভোকেট আইয়ুব খান, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এম এ নাসের চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজিজ উদ্দিন হায়দার, অর্থ সম্পাদক অ্যাডভোকেট এম. সালাহ্উদ্দিন মনসুর চৌধুরী (রিমু), পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট মো. মেজবাহ উদ্দিন (দোয়েল), নির্বাহী সদস্য যথাক্রমে অ্যাডভোকেট এ.এন.এম. রোকনুজ্জামান (মুন্না), অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম, অ্যাডভোকেট শ্যামল চৌধুরীসহ বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী।

সভায় বক্তাগণ জাতীয় চার নেতা হত্যায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।