ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বিচারব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেবার মত
মাসুম বিল্লাহ; অধ্যাপক, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বিচারব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেবার মত

ব্রাহ্মণবাড়িয়া বারের কতিপয় আইনজীবী কর্তৃক একজন সম্মানিত বিচারককে যূথবদ্ধ বেপরোয়া ভাষিক আক্রমণ আমাকে বিচলিত করেছে। আইনের একজন শিক্ষক এবং লিগ্যাল ফ্র্যাটার্নিটির একজন সদস্য হিসেবে আমি এই ঘটনায় মর্মাহত।

ফেসবুকে প্রতিভাত হওয়া সমগ্র বাংলাদেশের নিম্ন আদালতের বিচারকদের মর্মবেদনা আমাকে স্পর্শ করেছে। আমি মনে করি উক্ত বারের নেতাদের এরকম অভব্য আচরণ বিচারবিভাগ ও আইনজীবীদের ব্যাপারে সমাজে ভুল বার্তা দেবে।

এমনকি ছাত্রদের আমরা যখন আইনি ব্যবস্থা, আদালতের মর্যাদা, ন্যায়বিচার পরিচালন ইত্যাদি বিষয়ে ক্লাসে পড়াতে যাবো, তখন বাস্তব সমাজে ঘটতে থাকা এ ধরণের ঘটনা আমাদের নৈতিক অবস্থানকে নড়বড়ে করে দেবে।

লোকমুখে শুনতে পাই, নিম্ন আদালতের বিচারকবৃন্দ বারের নেতাদের সংঘবদ্ধ অন্যায্য অবস্থানের কাছে ধরাশায়ী। বি.বাড়িয়ার ঘটনা এই জনশ্রুতিকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। এই ঘটনা আমাদের বিচারব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেবার মত।

ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাই। আইনের শাসন, বিচারবিভাগের মর্যাদা রক্ষায় আইনজীবীদেরও উচিত হবে এই ঘটনার উপযুক্ত প্রতিকার করা।

লেখক : মাসুম বিল্লাহ; অধ্যাপক, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।